চট্টগ্রামে স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই বার্ন ইউনিটের কাজ শুরু করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

ছবি: (পিআইডি)

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘দুই বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করতে চায় চীন। আমরাও চাই একই সময়ে সবকিছু দিয়ে ইউনিটটি চালু করতে। এ পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। প্রধানমন্ত্রী চীন সফর করে আসার পর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। চট্টগ্রামে বার্ন ইউনিটের খুব বেশি প্রয়োজন। সে কারণেই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।’ গতকাল সকালে চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার সেকেন্ড হোম। এখানে হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ আছেন। আপনারা আমাকে একটি তালিকা করে দেন, কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে। ইউরোলজি ওয়ার্ডে গিয়ে রোগীর চাপ দেখেছি। কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী থেকে রোগী এখানে আসছে। চমেক থেকে প্রায় আমাকে আবেদন দেয়া হয়, বিশেষ করে গাইনি বিভাগ থেকে। অধিকাংশ চিকিৎসক ঢাকা চলে যেতে চায়। গাইনি বিভাগ থেকে যদি সবাই চলে যেতে চায়, তাহলে চলবে কীভাবে? আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি। একটা সুন্দর নীতি অনুযায়ী আমি যাতে সব মেডিকেল কলেজে পোস্টিং দিতে পারি—সেই কাজ করছি। আমি ঠিক করেছি ঢাকায় বেশি দিন থাকব না। বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে কাজ করব।’

মন্ত্রী আরো বলেন, ‘একটি সরকারি হাসপাতালে বিকাল ৫টায় গিয়ে কাউকে পাইনি। আমার কাছে এ রকম প্রমাণ আছে। অনুরোধ করছি, আপনারা আমাকে সার্ভিস দেন। আপনাদের জন্য যা দরকার করব। আপনাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করেছি। পার্লামেন্টে এটি নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। চিকিৎসকদের সুরক্ষা, চিকিৎসকদের মানসম্মান এটা আমার টপ প্রায়োরিটি। আমি সংসদ সদস্যদের প্রায় সময় অনুরোধ করি, আপনারা একটু আপনাদের হাসপাতালগুলোয় যান। হাসপাতালে গিয়ে নিজেদের চেকআপ করান। তাহলে হাসপাতালের মান অনেক বাড়বে।’ 

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন