গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ

বণিক বার্তা অনলাইন

সংগৃহীত

গোলশূন্য সমতার পর টাইব্রেকারে গড়িয়েছে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। ৭২ মিনিটে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও সুবিধা আদায় করে নিতে পারেনি ব্রাজিল।

আজ লাস ভেগাসে লাতিন ফুটবলে ভক্তরা যেমন ছন্দময় ও সাজানো-গোছানো খেলা আশা করেছিলেন, নাম-গন্ধও ছিল না আজকের ব্রাজিল-উরুগুয়ের প্রথমার্ধের খেলায়। ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি, তার সঙ্গে সমানতালে চলছিল মারামারির মহড়া।

কিছু আক্রমণ হলেও গোল করতে পারেনি কেউ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন