নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

স্কটল্যান্ডকে ১২০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হলো নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। শারজায় আজ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয়া বাংলাদেশ খুব একটা ভালো করেনি। স্কটিশদের ১২০ রানের টার্গেট দিতে সমর্থ হয় টাইগ্রেসরা। নিগার সুলতানার দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের সাদামাটা সংগ্রহ পায়।

 

৩৮ বলে ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। এটাই দলের হয়ে সর্বোচ্চ স্কোর। এছাড়া সাথী রানী ৩২ বলে ২৯, নিগার ১৮ বলে ১৮ ও ফাহিমা খাতুন ৫ বলে ১০ রান করেন। স্কটল্যান্ডের হয়ে সাসকিয়া হর্লি ১৩ রানে ৩টি এবং র‍্যাচেল স্ল্যাটার, অলিভিয়া বেল ও ক্যাথারিন ফ্রেজার একটি করে উইকেট নেন।

 

এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতেই স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

চলতি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আগের আট আসরের মধ্যে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ছাড়াও এশিয়ার তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। আজ রাত ৮টায় মুখোমুখি হবে উপমহাদেশের দুই দল পাকিস্তান ও শ্রীলংকা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন