সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ে সভা

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

সাইবার নিরাপত্তা আইন (২০২৩) সংশোধন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাইবার নিরাপত্তা আইন (২০২৩) সময়োপযোগী করার জন্য প্রস্তাবিত খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিতরা অনেকেই আইনটি বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন। 

আলোচনায় অংশ নেন তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, দ্য ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী খাদিজাতুল কোবরাসহ আরো অনেকে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন