মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ছবি : বণিক বার্তা

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। গতকাল সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচা বাজার সংলগ্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করেছে। এ সময় মাছ ধরতে গিয়ে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে।  একই সঙ্গে মালিপাথর, নিলক্ষ্মী এবং পাগলিরকুল এলাকাও প্লাবিত হচ্ছে। ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা গেছে। রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিতে এরই মধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভারতীয় উজানে পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ  রাশেদ শাহারিয়ার জানান, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা দিয়ে বয়ে যাওয়া মুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে হচ্ছে মর্মে রেকর্ড করা হয়েছে। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন