কালো টাকা সাদা করার সুযোগ না রাখার প্রস্তাব জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক

ছবি : বিটিভির ভিডিও থেকে

কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিতে চলমান বিশৃঙ্খল পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী করবে বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেছেন, ‘বাজেটে অবৈধ অর্থ অর্থাৎ কালো টাকাকে বৈধ বা সাদা করার সুযোগ না দেয়ার প্রস্তাব করছি। আর এ সুযোগ দিতে হলে ন্যায়বিচারের স্বার্থে ৩০ শতাংশের ঊর্ধ্বে, অর্থাৎ কমপক্ষে ৫০ শতাংশ কর দেয়ার বিধান রাখতে হবে।’ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার দাবি জানান তিনি।

গতকাল জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জিএম কাদের বলেন, ‘বড় বড় ব্যবসায়ী যারা বিপুল অংকের আয়কর ফাঁকি দেন, তারা ভুল করে কর ঠিকমতো দেননি, এটা সম্পূর্ণ ভুল। ভুল করে যারা আয়কর দেন না তার ধরা পড়েন ও খেসারত দেন। যারা ইচ্ছা করে আয়কর ফাঁকি দেন তারা হিসাব-নিকাশ করেই তা করেন। সেজন্যই তারা ধরা পড়েন না। সমস্যা হলো, স্বাভাবিকভাবে বৈধ আয়ের ওপর করের হার বিভিন্ন স্তরে ভিন্নতর করলেও সর্বোচ্চ ৩০ শতাংশ, সেখানে অবৈধ আয়ের ওপর ১৫ শতাংশ কর দিলেই বৈধ হওয়া যেমন অনৈতিক তেমন যুক্তিসংগত নয়।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলে খুব বেশি অংকের রাজস্ব আসে না। কালো টাকা সাদা করার এ সুযোগ তেমন কেউ গ্রহণ করবে না এবং রাজস্ব আদায়ে কোনো ভূমিকা রাখবে না। তার পরও এ ধরনের ঢালাওভাবে অবৈধ আয়কে দায়মুক্তি দিয়ে আইনসিদ্ধ আগে কখনো করা হয়নি। কালো টাকার মালিকরা অবৈধ অর্থের মুনাফা চান না, তারা তাদের অর্থের নিরাপত্তা চান। এভাবে দায়মুক্তি দিলে দুর্নীতি উৎসাহিত হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন