ফ্লোরিডা উপকূলে জে কে রাউলিংয়ের ১৫ কোটি ডলারের ইয়ট

ছবি : ফক্স বিজনেস

শিশুতোষ সিরিজহ্যারি পটার লিখে জে কে রাউলিং প্রায় শূন্য থেকে কোটিপতি বনে গেছেন, যা তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে বলে এসেছেন। লেখিকার বিলাসবহুল সম্পত্তির মধ্যে রয়েছে একটি প্রমোদতরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে দেখা গেছে মেগা ইয়টকে। সামসারা নামের প্রমোদতরীটি জুনের শুরুতে ফ্লোরিডার সেন্ট অগাস্টিন উপকূলে প্রথম দেখা যায়। এরপর সাউথ ক্যারোলাইনার চার্লসটন পোতাশ্রয়ে যাওয়ার আগে জর্জিয়ার সাভানায় নোঙর করে। তবে দক্ষিণ রাজ্যে ভ্রমণের সময় জে কে রাউলিং সামসারায় ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ২০১৫ সালে ওশেনকো নামের প্রতিষ্ঠান ২৯০ ফুট দৈর্ঘ্যের সামসারা নির্মাণ করে। ইয়টটিতে ১৪ জন অতিথিকে রাখার জন্য সাতটি কেবিন রয়েছে। ২৭ জন ক্রুর জন্য রয়েছে আরো ১৩টি কেবিন। বিলাসবহুল প্রমোদতরীর মূল্য আনুমানিক ১৫ কোটি ডলার। পরিচালন রক্ষণাবেক্ষণ খরচও কম নয়, বার্ষিক এক থেকে দেড় কোটি ডলার। একসময় সন্তানদের নিয়ে ছোট্ট একটি ঘরে থাকা জে কে রাউলিংয়ের প্রমোদতরীটি হরেক রকমের আয়োজন দিয়ে ঠাসা। বিনোদনের জন্য রয়েছে মুভি থিয়েটার সুইমিং পুল। জাহাজের ভেতরে ওঠানামার জন্য একটি লিফট বিশ্রামের জন্য একটি বিচ ক্লাবসহ বিস্তৃত সুযোগ-সুবিধা রয়েছে। জিম যে থাকবে তা বলাই বাহুল্য। এমনকি হেলিকপ্টার হ্যাঙ্গারও রয়েছে। অতিথিদের জন্য সামসারায় রয়েছে জেট স্কি, ফ্লাইবোর্ড, গ্লাইডিংয়ের জন্য কাইট সার্ফার পানির তলে ভ্রমণের জন্য একটি সিবব। এতসব আয়োজন একটু খরচ করলে যে কেউ উপভোগ করতে পারবেন। ১১ লাখ ৭৯ হাজার ডলারের বিনিময়ে ভাড়া নেয়া যায় জে কে রাউলিংয়ের মেগা ইয়ট। খবর ছবি ফক্স বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন