মঙ্গলবার বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

৪৩ দিন পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ মে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার পরিস্থিতিসহ দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন