আফগানিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

বণিক বার্তা অনলাইন

সংগৃহীত
Default Image

ব্রিজটাউনের কেনসিংটন ওভালের স্পোর্টিং উইকেটে আফগানিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

তবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিলো ভারতীয়রা। পরে বিরাট কোহলি এবং রিশাভ পান্ত মিলে আফগান বোলিংয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন। ২৪ বলে ২৪ রান করে আউট হন কোহলি। ১১ বলে ২০ রান করেন রিশাভ পান্ত। 

শেষের দিকে সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। ২৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ৭ বলে ১০ রান করে আউট হন শিবাম দুবে।। আফগানদের হয়ে ৩টি করে উইকেট নেন ফজলহক ফারুকি এবং রশিদ খান। ১টি নেন নাভিন উল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন