আফগানিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ব্রিজটাউনের কেনসিংটন ওভালের স্পোর্টিং উইকেটে আফগানিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

তবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিলো ভারতীয়রা। পরে বিরাট কোহলি এবং রিশাভ পান্ত মিলে আফগান বোলিংয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন। ২৪ বলে ২৪ রান করে আউট হন কোহলি। ১১ বলে ২০ রান করেন রিশাভ পান্ত। 

শেষের দিকে সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। ২৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ৭ বলে ১০ রান করে আউট হন শিবাম দুবে।। আফগানদের হয়ে ৩টি করে উইকেট নেন ফজলহক ফারুকি এবং রশিদ খান। ১টি নেন নাভিন উল হক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫