ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সের নবীন বরণ অনুষ্ঠিত

বণিক বার্তা অনলাইন

ছবি: আইএএইচএস

বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সে (আইএএইচএস) এমবিবিএস কোর্সের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ জুন) সকালে এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএস-এর গভর্নিং বডির চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ এম এম এহতেশামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. র শেখ মাহশীদ নূর। এছাড়া আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য প্রফেসর ডাক্তার বদিউল আলম, একাডেমিক কোঅর্ডিনেটর ও বিভাগীয় প্রধান (সার্জারি) প্রফেসর ডাক্তার রমা বড়ুয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপকরা নবীনদের উদ্দেশে মেডিক্যাল কারিকুলামের বিশাল পরিধি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপস্থিত অভিভাবকদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন