ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিউচার মার্কেটে কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল মালয়েশিয়ান পাম অয়েলের দাম। বিশ্বব্যাপী চাহিদা বাড়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে সম্প্রতি এ ভোজ্যতেলের দাম বাড়ছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্টে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ৪০ রিঙ্গিত বা ১ শতাংশ বেড়েছে। ফলে প্রতি টন পাম অয়েলের দাম পৌঁছেছে ৪ হাজার ৩৩ রিঙ্গিতে (৮৫৮ ডলার ৯ সেন্ট)। এ বাজার আদর্শে পাম অয়েলের বেচাকেনায় গত সপ্তাহের তুলনায় লাভের পরিমাণ ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। 

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক। সিংহভাগ সরবরাহই আসে এ দুই দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের। বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি। তবে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে ‍পাম অয়েল উৎপাদন। ফলে চলতি বছর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া এ ভোজ্যতেলের সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন