প্রথমবার ওয়েব ফিল্মে রিচি সোলায়মান

ফিচার প্রতিবেদক

ছবি: এসএইচ রানা

টেলিভিশন নাটকের নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। বহু নাটকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার স্বামী রাশেক মালিক বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের ডিটেক্টিভ। দুই ছেলেমেয়ে নিয়ে রিচি মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। কিন্তু কয়েক বছর ধরে রিচি ঢাকায় অবস্থান করছেন দুই সন্তানকে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিতে বিকশিত করে তোলার জন্য। এরই মধ্যে টুকটাক নাটকে কাজও করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি ওয়েব ফিল্মে। এর শুটিং শেষ করেছেন রিচি।

সাত্যকি তরফদারের রচনায় ও বিজয়া জানার পরিচালনায় ওয়েব ফিল্ম ‘গিরগিটি’তে অভিনয় করেছেন রিচি। প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করা প্রসঙ্গে রিচি বলেন, ‘আমেরিকায় একটি অনুষ্ঠানে আরটিভির আশিক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। আশিক ভাই আমাকে কাজের কথা বললে আমি এটা বলি যে আমি আমার মনের মতো গল্প, চরিত্র না পেলে কাজ করব না। আশিক ভাই জানতেন না যে আমি ঢাকায় থাকি। তো আশিক ভাই বললেন, “‍আমি তোমার জন্য একটি ওয়েব ফিল্ম রেডি করছি, তুমি তাতে কাজ করবে।” অবশেষে আশিক ভাইয়ের পরিকল্পনায়ই গিরগিটিতে আমার কাজ করা।’

সিনেমাটির অগ্রগতি সম্পর্কে রিচি বলেন, ‘পুরো কাজটাই এরই মধ্যে কলকাতায় হয়েছে। আমি ছাড়া বাকি সবাই কলকাতার। ভীষণ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। গিরগিটি একটি নারী প্রধান গল্পের ওয়েব ফিল্ম। আমার বিশ্বাস কাজটি দর্শকের মন ভরিয়ে দেবে।’

বিদেশ ছেড়ে আপাতত দেশে থাকা নিয়ে তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে দেশে রেখে এখানে পড়াশোনা করানো এবং দেশের সংস্কৃতি সম্পর্কে একটু একটু করে ধারণা দিয়ে তাদের তৈরি করার চেষ্টাটার কারণই হলো বাংলাদেশী মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত করা।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গিরগিটি ওয়েব ফিল্মটি শিগগিরই বিশেষ কোনো দিবসে ‘আরটিভি প্লাস’-এ প্রচার হবে। রিচি জানান, ২ ও ৩ জুন তিনি আরো একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন