ব্রিটিশ কমেডি সিরিজ উই আর লেডি পার্টসে মালালা

ফিচার ডেস্ক

ছবি : সংগৃহীত

বিশ্বে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানি নাগরিক মালালা ইউসুফজাই। সম্প্রতি মিডিয়া রিপোর্ট অনুসারে, ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজ উই আর লেডি পার্টসের দ্বিতীয় সিজনে দেখা যাবে মালালাকে। এ বছরের মে মাসেই মুক্তি পেতে চলেছে সিরিজটি। ধারণা করা হচ্ছে, ওয়েব সিরিজে মালালার জীবন সংগ্রাম এবং শিক্ষা ও নারী অধিকারের বিষয়গুলোই তার চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হবে। উই আর লেডি পার্টসের প্রথম সিজন ২০২১ সালের মে মাসে মুক্তি পায়।

সিরিজটির নির্মাতা ও চিত্রনাট্যে আছেন নিদা মুঞ্জুর। সিরিজে মালালার অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি তাই করেছি যা মালালা করতে চেয়েছে। সে দেখেছে কোথায় তার কাজের পদ্ধতিগুলো ভুল ছিল এবং সে জায়গাগুলোয় আমরা কাজ করেছি। এভাবেই কাজটি আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’

মালালাকে নিয়ে নিদা আরো বলেন, ‘মাত্র ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছে মালালা। যখন আমরা কার্টুনিস্ট ক্যাকটিকে সঙ্গে নিয়ে সিরিজের একটি ক্ল্যাসিক ওয়েস্টার্ন পটভূমির ফ্যান্টাসি দৃশ্যের শুটিং করি, সেখানে আমরা একটি নকল ঘোড়ার ওপরে ছায়াময় চিত্র দেখতে পাই, যখন ক্যামেরাটি ঘুরানো হয় এবং মালালা সেদিকে তাকান এবং আমি বুঝতে পারি, এটি আসল মালালা ইউসুফজাই।’

মালালা সিরিজের কাজের অভিজ্ঞতা নিয়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এক বসাতেই দেখে শেষ করে ফেলেছিলেন প্রথম সিরিজটি। তিনি বলেন, ‘তবে আমি বিশ্বাস করতে পারিনি সিরিজটি এত ছোট ছিল। আমি বলেছিলাম, আমার আরো একটি সিজন দরকার, আরো এপিসোড দরকার, সেগুলো আরো দীর্ঘ হওয়া দরকার। আমার এ ধরনের আরো কনটেন্ট দরকার। বিনোদন হাস্যকর নিয়ে তৈরি সিরিজটি আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু সে সময়ে আমি একেবারে ধারণাও করিনি অবশেষে তারা আমার কাছে পৌঁছবে এবং আমাকে এর অংশ হতে বলবে।’

নিদা ও তার সঙ্গে কাজ করা প্রসঙ্গে মালালা বলেন, ‘আমি নিদাকে ধন্যবাদ জানিয়েছি উই আর লেডি পার্টস তৈরির জন্য। যখন সে আমাকে প্রথম ধারণা দিয়েছিল সিরিজের, তখন আমি তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম শুধু আমার ওপর বিশ্বাস করার এবং এ ভাবনার জন্য যে আমি এটি করতে পারব। নিদার সঙ্গে কথা বলার পর আমরা তার ও তার দলের সঙ্গে একটি কল করেছি এবং তারা পোশাক ও সেটটি কেমন হবে তা নিয়ে আলোচনা করছিল। তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কী পরতে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং তারা থিম ও গল্পের লাইন ব্যাখ্যা করেছিল এবং আমি সত্যিই অজ্ঞাত ছিলাম সবকিছু নিয়ে। আমি ব্যস্ত ছিলাম আমার সংলাপগুলো নিয়ে।’

সূত্র ও ছবি: ভোগ ম্যাগাজিন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন