আইডিসির পূর্বাভাস

২০২৪ সালে বৈশ্বিক ফাইভজি স্মার্টফোন বিক্রি ১৬% বাড়বে

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের তুলনায় চলতি বছর ফাইভজি স্মার্টফোনের বিক্রি ১৬ শতাংশ বাড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ পূর্বাভাস উঠে এসেছে। খবর টেলিকমলিড।

আইডিসির প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৪ শতাংশ বেড়ে ১২১ কোটি ইউনিটে পৌঁছাবে। এ ঊর্ধ্বমুখী প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত থাকবে। যার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক স্মার্টফোন বাজার ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

এ প্রবৃদ্ধির পেছনে অন্যতম চালিকাশক্তি হিসেবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিক্রিকে উল্লেখ করেছেন আইডিসির বাজার বিশ্লেষকরা। যে কারণে পূর্বাভাস করা হয়েছে, ২০২৪ সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এর বিপরীতে আইফোনের বাজার বাড়বে দশমিক ৭ শতাংশ। 

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার টিমের গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, ‘দুই বছরের চ্যালেঞ্জিং সময়ের পর অ্যান্ড্রয়েডের বাজারে দ্রুত প্রবৃদ্ধি ফিরেছে। এর বিপরীতে ২০২৩ সালের শক্তিশালী পারফরম্যান্সের কারণে আইফোনের প্রবৃদ্ধি এসেছে। যদিও চীনের বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা আইফোনের প্রবৃদ্ধির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে।’

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্চে চীনের বাজারে অ্যাপলের ডিভাইস বিক্রি ১২ শতাংশ বেড়েছে, যেখানে বছরের প্রথম দুই মাসে কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশের বেশি কমে গিয়েছিল। এর বিপরীতে পরের দুই মাসে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বাজার বিশ্লেষকদের অভিমত, মে মাসেও অ্যাপলের বিক্রি বাড়তে পারে।

অন্যদিকে বিশ্বব্যাপী সাধারণ গ্রাহকের মধ্যে পরবর্তী প্রজন্মের ফাইভজি প্রযুক্তি গ্রহণের চাহিদা দিন দিন বাড়াচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফাইভজি নেটওয়ার্কের সম্প্রসারণ ও ডিভাইসে সহজলভ্যতা স্মার্টফোন বাজার পুনরুদ্ধারের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে আইডিসি।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড মবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকার বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ার রেইথ বলেন, ‘স্মার্টফোন বাজারের জন্য খুবই কঠিন একটি সময় গেছে। মহামারীর সময়েও পরিস্থিতি প্রতিকূলে ছিল। বিশ্বে সামষ্টিক অর্থনৈতিক সংকট তৈরি হলেও ব্যক্তিগত কম্পিউটারসহ বেশকিছু ডিভাইস সেগমেন্ট প্রবৃদ্ধিতে ফিরছে। আইডিসি ধারণা করছে, এদিক থেকে স্মার্টফোন খাত আগামীতে ভালো অবস্থানে থাকবে।’

আইডিসির তথ্যানুযায়ী, ২০২৫ সাল নাগাদ ফাইভজি স্মার্টফোনের প্রবৃদ্ধি ১৩ দশমিক ২ শতাংশে পৌঁছবে। চলতি বছরে ফাইভজি স্মার্টফোনের বাজার হিস্যা ৬৭ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৭৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে। 

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের গবেষণা পরিচালক অ্যান্থনি স্কারসেলা বলেন, ‘উদীয়মান বাজারগুলোয় গ্রাহকের ফাইভজি প্রযুক্তি গ্রহণ ফাইভজি স্মার্টফোনের বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইডিসির প্রতিবেদনে এআইনির্ভর স্মার্টফোনের অবদান সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করেনি। তবে ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তি গ্রাহক চাহিদা আরো বাড়িয়ে স্মার্টফোন ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে পারে। আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল যদি আইফোনের জন্য এআই কৌশল নিয়ে আরো জোরালো পদক্ষেপ নেয়, তবে এটি চীনসহ অন্যান্য বাজারে প্রবৃদ্ধি দ্রুত করতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন