ভলভোর মুনাফায় ট্রাকের মূল্যবৃদ্ধির ইতিবাচক প্রভাব

বণিক বার্তা ডেস্ক

ছবি: ভলভো গ্রুপ

বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সুইডিশ ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ভলভোর মুনাফার পরিমাণ প্রায় ডাবল ডিজিটে বেড়েছে। উল্লেখিত সময় বিক্রি কম হলেও দাম বৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রয়েছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে মুনাফা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে সম্প্রতি আর্থিক প্রতিবেদনে জানিয়েছে ভলভো। খবর ডেইলি অবজারভার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্টিন লুইনস্টেড জানান, বছরের প্রথম তিন মাসে ১২৯ কোটি ডলারের নিট মুনাফা করেছে ভলভো গ্রুপ।

২০২৩ সালে রেকর্ড পরিমাণ বাজার চাহিদা ছিল ভলভোর। সে চাহিদা চলতি বছরের প্রথম প্রান্তিকে বেশির ভাগ বাজারেও বজায় ছিল। এ সময় প্রতিষ্ঠানটি ৫৫ হাজার ৪৭০টি ট্রাক সরবরাহ করেছে। তবে সংখ্যাটি গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

প্রথম প্রান্তিকে নিট মুনাফা বৃদ্ধির পাশাপাশি আয় স্থিতিশীল ছিল বলে জানিয়েছে ভলভো। এ সময় মোট আয় ছিল ১ হাজার ২০০ কোটি ডলার। লুইনস্টেড জানান, গত বছরই দাম বাড়ানো হয়েছে ভলভোর। এ কারণে জানুয়ারি-মার্চে ইউনিট হিসেবে বিক্রি কমলেও আয় ও মুনাফা বেড়েছে।

বিবৃতিতে আরো জানা যায়, প্রথম প্রান্তিকে ভলভোর অপারেটিং মুনাফা ছিল ১ হাজার ৮২০ কোটি ডলার, যা গত বছরের ১ হাজার ৮৬০ কোটি ডলারের থেকে কিছুটা কম। তবে পরিমাণটি বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউরোপে উৎপাদন সক্ষমতা হ্রাস করেছে বলে জানিয়েছে ভলভো গ্রুপ। তবে ব্রাজিলে সরবরাহ ও ক্রয়াদেশ দৃঢ়ভাবে বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, কভিড-১৯-পরবর্তী সময়ে চাহিদা বাড়লেও বৈশ্বিক অর্থনীতি দুর্বল হয়ে পড়ার প্রভাব পড়েছে কোম্পানির বিক্রিতে।

২০০০ সালে ভলভো কার থেকে আলাদা হয়ে যায় ট্রাক ইউনিট। এ গ্রুপের অধীনে ম্যাক ও রেনোঁ ব্র্যান্ডের ট্রাকও তৈরি হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন