বিওয়াইডির মুনাফা বেড়েছে ৮১ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

সাশ্রয়ী মূল্যের হওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছে বিওয়াইডির গাড়ি ছবি: বিওয়াইডির

চীনে ২০২৩ সালে শীর্ষ বিক্রীত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্র্যান্ড ছিল বিওয়াইডি। রেকর্ড পরিমাণে গাড়ি সরবরাহের পাশাপাশি ওই বছর ব্যয় সংকোচনের পদক্ষেপ নেয় এ অটোমেকার। সব মিলিয়ে বছরওয়ারি চীনা ব্র্যান্ডটির মুনাফা বেড়েছে ৮১ শতাংশ। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে গত বছর শুরু হয়েছিল দাম কমানোর প্রতিযোগিতা, যা এখনো অব্যাহত রয়েছে। শুরুতেই একাধিক মডেলের ইভির দাম কমিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে বিওয়াইডি। শেনজেনভিত্তিক প্রতিষ্ঠানটি এখন দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অন্যান্য দেশেও নিজেদের ব্যবসা সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি হংকং ও শেনজেন স্টক এক্সচেঞ্জে জমা দেয়া এক নথিতে প্রতিষ্ঠানটি জানায়, বিওয়াইডির মুনাফা আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৮১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪ কোটি ইউয়ান বা ৪১৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। মুনাফার এ অংক বিশ্লেষকদের ৩ হাজার ৫০ কোটি ইউয়ানের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম।

অবশ্য বিওয়াইডির পূর্বাভাস অর্জন হয়েছে ঘোষিত মুনাফায়। গত জানুয়ারির শেষে স্টক-এক্সচেঞ্জ জমা দেয়া এক নথিতে বিওয়াইডি জানিয়েছিল, ২০২৩ সালে মুনাফা ২ হাজার ৯০০ কোটি ইউয়ান থেকে ৩ হাজার ১০০ কোটি ইউয়ানের মধ্যে থাকবে। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে বিওয়াইডির মুনাফা ছিল ১ হাজার ৬৬০ কোটি ইউয়ান।

সম্প্রতি এক বিবৃতিতে বিওয়াইডির চেয়ারম্যান ও সিইও ওয়াং চুয়ানফু জানান, বাজারে প্রতিযোগিতা বাড়াতে আগামীতে গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টা আরো জোরদার করবে বিওয়াইডি। পাশাপাশি চীনের অটোমোটিভ শিল্পকে বিশ্বব্যাপী সম্প্রসারণের কাজ আরো জোরদার করবে।

মুনাফা ঘোষণার পর হংকংয়ে বিওয়াইডির শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ২১৬ হংকং ডলারে দাঁড়ায়।

চীনের স্থানীয় ভোক্তারা ইভি গাড়িতে দ্রুত স্থানান্তর করার কারণে চীন এখন এ খাতে বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। সে সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে বিওয়াইডি। কোম্পানিটি ২০২৩ সালে ৩০ লাখ ২ হাজার ইভি সরবরাহ করেছে, যা ২০২২ সালের তুলনায় ৬২ শতাংশ বেশি। যার বেশির ভাগই চীনের বাজারে বিক্রি হয়েছে। এদিকে বিওয়াইডির বৃহত্তম প্রতিদ্বন্দ্বী টেসলা বিশ্বব্যাপী ১৮ লাখ ২০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা ২০২২ সালের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

টেসলার তুলনায় বিওয়াইডির গাড়ি সাশ্রয়ী মূল্যের হওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছে। বিওয়াইডি তাদের এন্ট্রি-লেভেলের ইভি মডেল চীনে মাত্র ১০ হাজার ডলারে বিক্রি করছে। সে তুলনায় টেসলার সবচেয়ে সাশ্রয়ী মডেল থ্রির দাম প্রায় ৩৯ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, বিওয়াইডির ব্যাটারির ব্যবসা তার প্রবৃদ্ধি তৈরিতে সহায়তা করেছে। স্থানীয়ভাবে ব্যাটারি তৈরি করার ফলে তারা সাশ্রয়ী মূল্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন