চতুর্থ প্রান্তিক

শ্রীলংকার অর্থনীতি ৪.৩ শতাংশ বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

টানা ছয় প্রান্তিক নেতিবাচক থাকার পর ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে শ্রীলংকার অর্থনীতি। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেউলিয়াত্বের শিকার দেশটি। গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। খবর ইকোনমিক টাইমস।

সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা জানিয়েছে, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছিল। এর আগে পর পর ছয়টি প্রান্তিক ছিল নেতিবাচক অবস্থায়।

কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে, শ্রীলংকার সার্বিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ৬ দশমিক ৪ থেকে ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৯ শতাংশে কমেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ শ্রীলংকার গ্রস অফিশিয়াল রিজার্ভ ৪৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে পিপলস ব্যাংক অব চায়না থেকে প্রাপ্ত কারেন্সি সোয়াপ সুবিধাও অন্তর্ভুক্ত।

শ্রীলংকান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে বলেছেন, ‘রিজার্ভ পুনর্গঠন প্রত্যাশার চেয়েও ভালো অবস্থায় আছে।’ ‌২০২২ সালের প্রথম দিকে যখন শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়, তখন ভারতের ৪০০ কোটি ডলারের সহায়তা দেশটিকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রসঙ্গত, শ্রীলংকান মুদ্রা রুপি ২০২৩ সালে মার্কিন ডলারের বিপরীতে ১২ দশমিক ১ শতাংশ বেড়েছিল। ২০২৪ সালে এখন পর্যন্ত ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন