বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের বীরত্বে চট্টগ্রামে বুধবার প্রথম ম্যাচটি জিতে নেয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। অবশ্য আজ হারলেও সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে আগামী সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জিততে হবে স্বাগতিকদের। 

রেকর্ড শ্রীলংকার পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলে তারা জিতেছে ৪২টি, বাংলাদেশ জিতেছে মাত্র ১১টি। আবার সিরিজ জয়েও দুই দলের ব্যবধান অনেক। এর আগে নয়টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। লংকানদের জয় ছয়টিতে, আর দুটি ড্র হয়। ২০২১ সালে দেশের মাটিতে লংকানদের ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। এবার ঘরের মাঠে আরেকটি সিরিজ জয়ের হাতছানি। উজ্জীবিত স্বাগতিক দলটি প্রথম ম্যাচের ফর্ম আজও সাগরিকায় টেনে আনতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উৎসব করবে। 

টাইগারদের আজ অনুপ্রেরণা দেবে প্রথম ম্যাচের লড়াই। প্রথম ম্যাচে শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিক ও পেস ব্রিগেডের লড়াইয়ে দারুণ খুশি বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ঐচ্ছিক অনুশীলন ছিল, যাতে পাঁচ-ছয়জন ক্রিকেটার যোগ দেন। সেখান থেকে পাঠানো বিসিবির ভিডিওবার্তায় হেম্প বলেন, ‘২৩ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল, পাওয়ার প্লেতে এল মাত্র ৫৫ রান। সেই মানসিক অবস্থা থেকে রানে ফেরাটা খুবই ইতিবাচক ছিল। ৬৯ ও ১৬৫ রানের দুটি জুটি রান তাড়ার জন্য অসাধারণ ছিল। ব্যক্তিগত নৈপুণ্য অবশ্যই খুব ভালো ছিল, তবে আমাদের জন্য মানসিকতাটাই বড়। মাথা ঠাণ্ডা রেখে খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখা, যেটা আমরা করতে পেরেছি।’

শান্ত ও মুশফিকের ১৬৫ রানের জুটিটি বাংলাদেশকে জেতানোয় বড় ভূমিকা রাখলেও হেম্প বিষয়টি দেখছেন অন্যভাবে। তিনি মনে করেন, লড়াইয়ের ভিতটা গড়ে দেয় শান্ত ও মাহমুদউল্লাহর ৬৯ রানের জুটি। কঠিন পরিস্থিতিতে লড়াকু ব্যাটিং করা মাহমুদউল্লাহকে বিশেষভাবে কৃতিত্ব দিয়ে হেম্প বলেন, ‘ওই সময় বল সুইং করছিল, লংকানরা স্টাম্পে বল করছিল। ও রকম বিপজ্জনক বলেও সচেতনভাবে সে চেষ্টা করে গেছে। আমি মনে করি তাদের ৬৯ রানের জুটিটাই ম্যাচের গতি ঠিক করে দেয়।’

শান্তর সেঞ্চুরি (১২২), মুশফিকের ৭৩ রান, মাহমুদউল্লাহর ৩৭ রানের সব মূল্যবান ইনিংসের আগে দলকে লড়াই করার ভিতটা গড়ে দেন বোলাররা। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন। তাদের তোপের মুখে পড়ে লংকানরা ২৫৫ রানে গুটিয়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের জয়ে দলীয় প্রচেষ্টাই দেখছেন ডেভিড হেম্প। তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় এখানে কাজ করেছে।’ 

‘ম্যাচিউরড’ শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন হেম্প। তিনি বলেন, ‘অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু সেঞ্চুরি করাই তো নয়, ওয়ানডেতে এটা তার সর্বোচ্চ রানের ইনিংসও। কাজেই একজন খেলোয়াড় ও দলের অধিনায়ক হিসেবেও দিনটা খুব ভালো ছিল তার।’

চট্টগ্রামে আজ তৃতীয়বারের মতো ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ২০০৬ সালে লংকানরা জিতেছে, গত বুধবার জিতেছে টাইগাররা। আজকের ডুয়াল কে জিতবে?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন