চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)
চট্টগ্রাম পর্ব। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ প্রথম ম্যাচে টস জিতে
কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রামের পরিকল্পনা ভেস্তে দিয়ে ওপেনিং
জুটিতেই তুলে নেয় ৮২ রান। অধিনায়ক লিটন দাস ফিফটি করেন মাত্র ২৬ বলে। ৩১ বলে ৬০ রান
করে তিনি শহিদুল ইসলামের শিকার হন। তারপর ব্যাটিংয়ে নামা তাওহিদ হৃদয় শূন্য রানে আউট
হয়ে যান। এ প্রতিবেদন লেখার সময় কুমিল্লার সংগ্রহ ছিল ৯ ওভারশেষে ৯৭/২। উইল জ্যাকস
২৮ ও ব্রুক গেস্ট ৬ রানে ব্যাট করছিলেন।
আজ সন্ধ্যায় মুখোমুখি
হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এ মুহূর্তে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের
শীর্ষে অবস্থান করছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই কুমিল্লা। ৮ ম্যাচে
১০ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম।
এরপর যথাক্রমে ফরচুন বরিশাল
(৮), খুলনা (৮), সিলেট স্ট্রাইকার্স (৬) ও দুর্দান্ত ঢাকা (২)।