শূন্য রানে শেষের ছয় উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড ভারতের

নিজস্ব প্রতিবেদক

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্দান্ত সকালের পর বিকেলটাও ভারতের পক্ষেই যাচ্ছিল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা স্বাগতিকদের মাত্র ৫৫ রানেই অলআউট করে দেয় তারা। কিন্তু এরপরই তারা গড়েছে লজ্জার বিশ্বরেকর্ড। শূন্য রানেই শেষ ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

চা-বিরতির পর একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ১৫৩। সেখান থেকে ঘটে বিপর্যয়। এর পরে আর কোনো রানই যোগ করতে পারেনি রোহিত শর্মার দল। মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেটের পতন হয়েছে। ৩৪ ওভার ৫ বলে ১৫৩ রানে অলআউট

শূন্য রানে যে ৬ ব্যাটার আউট হয়েছেন তারা হলেনযশস্বী জ্যাসওয়েল, শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ প্রসিধ কৃষ্ণা।

টেস্ট ইতিহাসে ভারতই প্রথমবার কোনো দল নির্দিষ্ট একটি রানে ৬টি উইকেট হারাল। ফলে নতুন এক লজ্জার রেকর্ডে নাম লেখাল ভারত।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা আজসহ আটবার। এর মধ্যে ভারত দুইবার, বাংলোদেশ তিনবার। এছাড়া পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড আছে একবার করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন