অপরিশোধিত জ্বালানি তেল

উত্তোলন আরো কমানোর কথা ভাবছে ওপেক প্লাস

বণিক বার্তা ডেস্ক

ওপেকের সদর দপ্তর ছবি: রয়টার্স

ওপেকের মিত্রদেশগুলোর জোট ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো কমিয়ে দেয়ার কথা ভাবছে। বিভিন্ন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রতিদিন সম্ভাব্য ১০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানো হতে পারে। সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭০ ডলারে নেমেছে। এ মুহূর্তে বাজার বিশ্লেষকরা বাড়তি সরবরাহের ইংগিত দিচ্ছেন। 

রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস বিশ্বের মোট জ্বালানি তেলের ৪০ শতাংশই উত্তোলন করে। এর অর্থ হলো, জোটটির উত্তোলন কমানোর পলিসি-সংক্রান্ত আলোচনা বাজারে বড় প্রভাব ফেলতে পারে। 

ওপেক প্লাসের একটি সূত্র জানায়, আজ জোটের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উত্তোলন কমানোর ব্যাপারে আলোচনা হবে। এর আগে গতকাল মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সূত্র জানায়, ওপেক প্লাস বর্তমানে প্রতি মাসে দৈনিক ২০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর নীতি অনুসরণ করছে। নতুন করে আরো ১০ লাখ ব্যারেল কমানো হতে পারে। এর আগে এপ্রিলে স্বেচ্ছায় দৈনিক ১৬ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত বাজারে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। 

এবার উত্তোলন কমানো হলে সব মিলিয়ে ৪৬ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন কমবে, যা মোট বৈশ্বিক চাহিদার ৪ দশমিক ৫ শতাংশ। ওপেক প্লাসের দুটি সূত্র জানায়, গ্রুপটি উত্তোলন আরো কমাতে পারে বলে মনে করছে না তারা। 

এদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ওপেক জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর মধ্য দিয়ে জ্বালানি ব্যয় বাড়ছে। চাপের মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন