ঊর্ধ্বমুখিতায় সপ্তাহ শেষ করতে যাচ্ছে জ্বালানি তেলের বাজার

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর মধ্য দিয়ে ঊর্ধ্বমুখিতায় সপ্তাহ শেষ করতে যাচ্ছে পণ্যটির বাজার। এর আগে টানা দুই সপ্তাহ এটি দরপতনের ধারায় ছিল। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে সরবরাহজনিত উদ্বেগ দীর্ঘ হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধির আভাস এ মূল্যবৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১৯ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৯ ডলার ২০ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৩ ডলার ৮২ সেন্টে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, চলতি বছর সংকট থাকলেও জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে আগামী বছর অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে। চীনে চাহিদা প্রবৃদ্ধি ধীর হয়ে আসার আশঙ্কা এর পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করবে। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন