সারা দেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে দেশে ১১টি সিটি করপোরেশন ও ১৮টি পৌরসভায় অবস্থিত রংধনু চিহ্নিত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশে নগর মাতৃসদনে নিরাপদ মাতৃত্বের গুরুত্ববিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জানান, নিরাপদ মাতৃত্বের জন্য একজন নারীর গর্ভধারণ কাল হতে সন্তান প্রসবের পর পর্যন্ত কমপক্ষে ৪ বার নির্দিষ্ট বিরতিতে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী দ্বারা শারীরিক পরীক্ষা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিররা উপস্থিত ছিলেন। এছাড়াও নিরাপদ প্রসবের গুরুত্ব এবং অত্যাবশ্যকীয়তা শহরাঞ্চলের সর্বস্তরের বসবাসকারীদের সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী রিকশাযোগে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।-বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন