
এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ফটো শেয়ারিং
অ্যাপ ইনস্টাগ্রামে ২৫ কোটি ফলোয়ারের মাইলফলক অর্জন করেছেন বিরাট কোহলি।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়,
বৈশ্বিক হিসেবে এই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর এই ভারতীয় ক্রীড়া
তারকার স্থান।
এশিয়ায় ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণের
তালিকায় এরপরই আছেন ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট, ১০ কোটি ৩০ লাখ। নয় কোটি ৪০ লাখ
ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে আছেন থাইল্যান্ডের সংগীতশিল্পী লিসার।
এক নম্বরে থাকা পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো
রোনাল্ডোর ফলোয়ার কোহলির দ্বিগুণেরও বেশি, সাড়ে ৫৮ কোটি। অন্যদিকে আর্জেন্তাইন ফুটবলার
লিওনেল মেসিকে অনুসরণ করেন ৪৬ কোটি ১০ লাখ ব্যবহারকারী।