রিভিউ

আলো-আঁধারে সফরনামা

ওয়াহিদ সুজন

ব্রোকেন হারমনি ছবি: গ্যালারি কায়া

আলপ্তগীন তুষার আঁকছেন অনেকদিন। চারুকলায় শিক্ষাকাল ধরলে চার দশকের কম-বেশি। এ লম্বা সময়ে তার প্রথম একক প্রদর্শনী হয়ে গেল চলতি মাসে, ‘জার্নি’। শিরোনাম থেকে অনুমিত, কোনো ধরনের সফরকে থিম করে আঁকা হয়েছে ছবিগুলো। সফর তো অবশ্যই। তবে নির্দিষ্ট কোনো পরিসর নয়; বরং রসিকদের সামনে শিল্প দুনিয়ায় তুষারের যাপন বা সফরকে সামনে এনেছে। খোলাসা করেছে তার দেখার চোখ।

উত্তরার গ্যালারি কায়ার ছিমছাম পরিবেশে ৮৭টি চিত্রকর্ম নিয়ে আয়োজন ‘জার্নি’। কাজের মেজাজ অনুযায়ী মাধ্যম বিচিত্র। পেন্সিল, চারকোল, কালি, গ্লাস মার্কার, জলরঙ, অ্যাক্রিলিক, অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল, লিথোগ্রাফ ও মিক্সড মিডিয়া।