বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১৮ মার্চ সকাল সাড়ে ৯টায় বগুড়ায় যৌথভাবে বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। গতকাল বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মিলন। 

কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন হবে নারী বিনিয়োগকারীদের জন্য। এ অধিবেশনের প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন