বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ১৮ মার্চ

প্রকাশ: মার্চ ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১৮ মার্চ সকাল সাড়ে ৯টায় বগুড়ায় যৌথভাবে বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। গতকাল বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মিলন। 

কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন হবে নারী বিনিয়োগকারীদের জন্য। এ অধিবেশনের প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫