বাংলাদেশ-তুর্কিয়ে বিজনেস ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ-তুর্কিয়ে বিজনেস ফোরাম (বিটিবিএফ) ব্যবসায়ীদের সংগঠন দুই দেশের মধ্যকার বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকায় তুর্কিয়ের দূতাবাসে গতকাল এক অনুষ্ঠানে বিজনেস ফোরামের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত তুর্কিয়ের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে তুর্কিয়ের বিনিয়োগ বাণিজ্য গত তিন বছর অনেক অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে ক্রমবর্ধমান বাণিজ্যের আরো অগ্রগতি হবে এবং বাংলাদেশে তুর্কিয়ের বিনিয়োগে আরো বৈচিত্র্য নিয়ে আসবে। আইসিটি এবং ওষুধ শিল্প খাত দুই দেশের বাণিজ্য সম্পর্ককে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। একই ধারা রয়েছে এগ্রো ইন্ডাস্ট্রি এবং হালকা প্রকৌশল শিল্পে। তুর্কিয়ের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন পরিবহন খাতের উন্নয়নে কাজ করছে। যার দ্বারা বাংলাদেশ উপকৃত হচ্ছে। সম্প্রতি তুর্কিয়ের একটি কোম্পানি বাংলাদেশে সড়ক নির্মাণের কাজে যুক্ত হয়েছে।

গত ২০২১-২২ অর্থবছরে দুই দেশের মধ্যে ৮৮৮ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। বাংলাদেশ দেশটিতে ৪৫৮ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে। যদিও তুর্কিয়ে দেশটি ১৭ শতাংশ সেফগার্ড ডিউটি আরোপের পর বাংলাদেশের তৈরি পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে কমছে। গত ২০২১-২২ অর্থবছরে দেশটিতে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ, যা ২০১৩-১৪ অর্থবছরে ছিল ৬২২ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছর আগস্ট ঢাকায় তুরস্কের দূতাবাসে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের ১৩টি তুরস্কের ছয়টি কোম্পানি একত্রে ফোরাম গঠন করে। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক . রুবানা হককে চেয়ারম্যান এবং কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারপারসন সালাউদ্দিন কাসেম খানকে কো-চেয়ারম্যান করে বিটিবিএফ-এর ১৯ সদস্যের একটি কমিটি গঠিত হয়। ঢাকায় তুরস্কের দূতাবাস ফোরাম গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন