টিজিটিডিসিএল

৩ লাখ ৫৩ হাজার অবৈধ বার্নার বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ পাইপলাইন অপসারণের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের মনিটরিং সেল এবং জেলা উপজেলা কমিটির তত্ত্বাবধানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিজিটিডিসিএল) আওতাধীন এলাকায় ২০২১-২২ অর্থবছরে ২৪৪টি অভিযান পরিচালনা করে ৯০২টি স্পটে আনুমানিক ৩৪০ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে আনুমানিক লাখ ৭৪ হাজার ৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে গত ১৭ নভেম্বর পর্যন্ত ১২৬টি অভিযান পরিচালনা করে ২২৩টি স্পটে আনুমানিক ১১৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে, এতে আনুমানিক ৭৯ হাজার ২৩২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন