অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের মনিটরিং সেল এবং জেলা ও উপজেলা কমিটির তত্ত্বাবধানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিজিটিডিসিএল) আওতাধীন এলাকায় ২০২১-২২ অর্থবছরে ২৪৪টি অভিযান পরিচালনা করে ৯০২টি স্পটে আনুমানিক ৩৪০ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে আনুমানিক ২ লাখ ৭৪ হাজার ৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের ১ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরে গত ১৭ নভেম্বর পর্যন্ত ১২৬টি অভিযান পরিচালনা করে ২২৩টি স্পটে আনুমানিক ১১৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে, এতে আনুমানিক ৭৯ হাজার ২৩২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে ও অবৈধ গ্যাস ব্যবহারকারীদের ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। —বিজ্ঞপ্তি।