মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ভরসার আশ্রয়স্থল শেখ হাসিনা —প্রাণিসম্পদ মন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি, পিরোজপুর

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস  করে তাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। শেখ হাসিনা না এলে হিন্দুদের ঘটপূজা দেয়ারও সুযোগ থাকত না। প্রতিমাকে  কালোকাপড় দিয়ে মুড়িয়ে রাখাত দূরের কথা প্রতিমা বানানো যেত না। অনেক জায়গায় মন্দিরের অস্তিত্ব থাকত না। ২০০১-এর পর পূর্ণিমা, সীমা, সাহারা কীভাবে ধর্ষিত হয়েছিল আপনাদের মনে পড়ে? বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে কাজটি তারা আবার করবে।

মন্ত্রী সোমবার রাতে পিরোজপুর শহরের পালপাড়ায় শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

রেজাউল করিম বলেন, যাদের কাছে মন্দির নিরাপদ, যাদের কাছে হিন্দুরা নিরাপদ তাদের নিয়ে আমাদের এক থাকতে হবে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার জন্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ পুলিশের ডি আই জি এস এম আক্তারুজ্জামান, অ্যাডভোকেট চন্ডীচরণ পাল, ইসহাক আলী খান পান্না, এসএম বায়েজীদ হোসেন, সুখরঞ্জন বেপারী, দোলা গুহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি যতীন্দ্র মোহন মজুমদার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন