যেসব ফিচারের কারণে এগিয়ে ইনফিনিক্স নোট ৪০ প্রো

বণিক বার্তা অনলাইন

ছবি: ইনফিনিক্স

সম্প্রতি নোট ৪০ প্রো স্মার্টফোন বাজারে এনে সাড়া ফেলেছে ইনফিনিক্স। ফোনটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি। এ ফিচারগুলোই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন বেছে নিতে তরুণদের আকৃষ্ট করছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

নোট ৪০ প্রো-র আলোচিত ফিচারগুলোর মধ্যে রয়েছে ম্যাগনেটিক চার্জিং, থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা। এ ফিচারগুলো নিয়ে মিড-বাজেটের স্মার্টফোন বাজারে অনন্য অবস্থানে আছে ফোনটি।

ইনফিনিক্সের এ ফোনটিতে রয়েছে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০। এ চার্জিং প্রযুক্তি ইনিফিক্সের তৈরি পাওয়ার ম্যানেজমেন্ট চিপ চিতা এক্সওয়ানের মাধ্যমে পরিচালিত হয়। অল-রাউন্ড ফাস্টচার্জিংয়ের নতুন এ সংস্করণের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবারের মতো ম্যাগনেটিক চার্জিং সিস্টেম ম্যাগচার্জ যুক্ত করেছে ইনফিনিক্স। এতে আছে ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা।

ইনফিনিক্স ম্যাগকিটের সঙ্গে ব্যবহারকারীরা পাচ্ছেন একটি ম্যাগকেস ও একটি ম্যাগপাওয়ার। 

ম্যাগপাওয়ার নামের বহনযোগ্য পাওয়ার ব্যাংকটি ফোনের কেসের সঙ্গে লাগিয়ে যেকোনো সময় চার্জ করা যায়। ফলে, ব্যবহারকারীদের আর তারযুক্ত চার্জার বহন করতে হবে না। নোট ৪০ প্রো-এর সঙ্গে আরও আছে ৭০ ওয়াটের মাল্টি-স্পিড ফাস্টচার্জার। এর মাধ্যমে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি মাত্র ২০ মিনিটে ৫০ ভাগ চার্জ করা যায়।

নোট ৪০ প্রোতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। ফুল এইচডিপ্লাস এ ডিসপ্লের বেজেল বেশ সরু বা আল্ট্রা-ন্যারো। ডিসপ্লে প্রোটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস। 

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য নোট ৪০ প্রো-তে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত (ওআইএস) ১০৮ মেগাপিক্সেলের হাই-রেজ্যুলেশনের প্রধান ক্যামেরা।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ভিন্টেজ গ্রিন ও টাইটান গোল্ড দুটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার দুটি সংস্করণের বাজারমূল্য যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৯৯৯ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন