আইপিওর টাকায় জমি কেনার সম্মতি পেল সেনা কল্যাণ ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত তহবিলে টাকায় জমি কেনার সম্মতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। শর্ত সাপেক্ষে কোম্পানিটির আইপিও তহবিল থেকে ৪৭ লাখ ২৫ হাজার ৪২৪ টাকায় জমি কেনার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স। 

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্সুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৪ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ৬০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৪ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন