চাল উৎপাদনে ঘুরে দাঁড়াচ্ছে কলম্বিয়া

বণিক বার্তা ডেস্ক

কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে তীব্র খরা বন্যার কারণে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২১-২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য উঠে আসে।

২০২০-২১ মৌসুমে কলম্বিয়ায় সব মিলিয়ে ৯৪ লাখ ৮০ হাজার টন চাল উৎপাদনের তথ্য মিলেছে। তবে ২০২১-২২ মৌসুমে উৎপাদন বেড়ে ৯৬ লাখ ১০ হাজার টনে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। 

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ এবং অন্যান্য প্রধান বাজারে কলম্বিয়ার চাল রফতানি কমেছে। তবে ২০২০-২১ মৌসুমের প্রথম আট মাসে চীন ভিয়েতনামে ঊর্ধ্বমুখী রফতানি এতে ভারসাম্য তৈরি করেছে। ২০২০-২১ মৌসুমে ১৬ লাখ টন চাল রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। তবে ২০২১-২২ মৌসুমে রফতানি ১৪ লাখ ১০ হাজার টনে নামতে পারে। সরকারি আন্তঃসীমান্ত বাণিজ্যে স্লথগতির কারণে রফতানিতে নিম্নমুখিতা দেখছে ইউএসডিএ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খরায় বিপর্যস্ত কলম্বিয়ার চাল উৎপাদন। দেশটির সরকারি তথ্য বলছে, ২০১৫-২০১৯ সাল পর্যন্ত ভয়াবহ খরার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১০ লাখ হেক্টর ধান আবাদি জমি। এর মধ্যে লাখ হাজার ৪৯০ হেক্টর জমি পুরোপুরি উৎপাদন সক্ষমতা হারিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন