ভিয়েতনামে বিনিয়োগ বেড়েছে ইইউ জোটের

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালের আগস্টের প্রথম দিন থেকে কার্যকর হয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভিয়েতনামের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (ইভিএফটিএ) এরপর থেকে দেশটিতে রেকর্ড পরিমাণ বেড়েছে ইইউ দেশভুক্ত দেশগুলোর বিনিয়োগের পরিমাণ। ভিয়েতনামের জাতীয় সংসদে জমা দেয়া এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর ভিয়েতনাম টাইমস।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ ভিয়েতনামে হাজার ২৪২টি প্রকল্প তৈরি করেছে ইইউ, যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। নিবন্ধনকৃত মূলধনের পরিমাণ পৌঁছেছে হাজার ২২৩ কোটি ডলারের কিছু বেশিতে। ২০২০ সালের সময়ের মূলধনের পরিমাণ ছিল ৪৮ দশমিক কোটি ডলার।

ভিয়েতনামে বিনিয়োগকারী ইইউ জোটভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তাদের মোট ৩৮২টি প্রকল্প ভিয়েতনামে চলমান। যার মোট নিবন্ধনকৃত মূলধনের পরিমাণ হাজার ৪০ কোটি ডলার। এছাড়া ফ্রান্সের নিবন্ধনকৃত মূলধনের পরিমাণ ৩৬২ কোটি ডলার জার্মানির ২২৫ কোটি ডলার। ইইউ করপোরেশনের যেসব বিনিয়োগকারী ভিয়েতনামে বিনিয়োগ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেদারল্যান্ডসের শেল গ্রুপ, ফ্রান্স-বেলজিয়ামের টোটাল ইএলএফ ফিনা, জার্মানির ডায়ামলার ক্রাইসলার, সিমেন্স সুইডেনের অ্যালকাটেল কমভিক।

প্রতিবেদনে দেখা যায়, মূলত উচ্চ প্রযুক্তির শিল্প খাতগুলো যেমন টেলিযোগাযোগ, পরিবেশবান্ধব জ্বালানি, খাদ্য প্রক্রিয়াকরণ, উচ্চ প্রযুক্তির কৃষি ওষুধ শিল্পের পণ্যগুলোতে ইউরোপীয় দেশগুলো বেশি বিনিয়োগ করছে।

ইইউ দেশগুলোর বিনিয়োগ প্রবাহকে স্বাগত জানাতে নানা উদ্যোগ নিতে শুরু করেছেন ভিয়েতনাম। এর মধ্যে রয়েছে শিল্প এলাকাগুলোর বাইরের জমিগুলোকেও নিষ্কণ্টক করা। জনশক্তিকে উন্নত করতে বিভিন্ন ধরনের মানবসম্পদ উন্নয়নবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভিয়েতনামের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। কৃষি, শিল্প সংশ্লিষ্ট অন্যান্য খাতে নিজেদের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

দেশের বিনিয়োগ নীতিমালাও বিদেশী বিনিয়োগবান্ধব করতে উদ্যোগ নিতে শুরু করেছে সরকার। প্রশাসনিক জটিলতা এড়াতে সব দাপ্তরিক ব্যবস্থাকে সহজ করা হচ্ছে। ব্যবসার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দেয়া হচ্ছে।

ইভিএফটিএ কার্যকর হয়েছে মাত্র এক বছর। এর মধ্যেই ভিয়েতনামের উন্নয়নে দারুণ ইতিবাচক পরিবর্তন এসেছে। এমনকি কভিড-১৯ মহামারীও এক্ষেত্রে তেমন প্রভাব ফেলতে পারেনি। সময়ের মধ্যে ভিয়েতনাম ইইউর মধ্যে রফতানি বাণিজ্য দাঁড়িয়েছে হাজার ৪৬০ কোটিতে। গত বছরের একই সময়ের সঙ্গ তুলনা করলে যা বেড়েছে ১২ শতাংশ।

বছরের প্রথম সাত মাসে ভিয়েতনাম ইইউর মধ্যে রফতানি বাণিজ্যের পরিমাণ হাজার ২৪০ কোটি ডলার। ২০২০ সালের প্রথম সাত মাসের তুলনায় অংক ১৮ শতাংশ বেশি। আমদানি বাণিজ্যেও রেকর্ড করেছে ভিয়েতনাম। ২০২১ সালের জানুয়ারি-জুলাইয়ের মধ্যে আমদানি বাণিজ্যের পরিমাণ ৯৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১৯ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন