উন্নয়ন প্রকল্পে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন প্রকল্পগুলো কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এগুলোতে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এজন্য একটি আইনি কাঠামোর দাবি করেছেন নাগরিক সমাজ, বিশেষজ্ঞ উপকূলীয় এলাকার জনপ্রতিনিধিরা। রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত এক সেমিনার থেকে দাবি জানানো হয়।

সেমিনারটি যৌথভাবে সঞ্চালন করেন কোস্ট ফাউন্ডেশনের রেজাউল করিম চৌধুরী সিএসআরএলের জিয়াউল হক মুক্তা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সায়েদা রুবিনা আক্তার গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক . রেজাউল হক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের সৈয়দ আমিনুল হক। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহাসহ জাহাঙ্গীর হোসেন মাসুম সিডিপি, বজলুর রহমান, বিএনএনআরসি, নিখিল চন্দ্র ভদ্র, উপকূলীয় সুরপ্টা আন্দোলন, আমিনুর রসুল বাবুল এবং অ্যাডভোকেট আলমগীর হোসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন