নোয়াখালীতে বিদ্যুত্স্পৃষ্টে চারজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে একই বাড়ির তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতের মধ্যে ঘটনা ঘটে। মৃতরা হলেন আবদুর রহিম, তার ভাগ্নে মো. ইউসুফ, ভাতিজা সুমন পাশের বাড়ির জুয়েল।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, বিকাল থেকে নিজ বাড়ির পাশের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আবদুর রহিম। নিজের সবজি ক্ষেতে পানি দিতে পাশের একটি ক্ষেতে জমে থাকা পানি তুলতে যান রহিম। সময় পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিত্কার দিয়ে তিনি পড়ে যান। পাশে থাকা একই বাড়ির সুমন, ইউসুফ পাশের বাড়ির জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে বিদ্যুতে স্পৃষ্ট হন তারা তিনজনও। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর তারা সংযোগ বন্ধ করে দিলে বিদ্যুত্স্পৃষ্টদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়ে পল্লী বিদ্যুৎ নোয়াখালী জেলা কার্যালয়ের জিএম রুহুল আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন