সূচকে ১৭ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে সূচকে টানা ঊর্ধ্বমুখিতা চলছেই গতকালও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে এদিন ৫৫ পয়েন্ট যোগ হয়েছে আর সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের এদিন কোম্পানিটির শেয়ারের দর বাড়ার প্রভাবে সূচকে ১৭ পয়েন্ট যোগ হয়েছে

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল এর কিছু সময় পর সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায় এরপর আবার উত্থান পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে হাজার ১৯৬ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ১৪০ দশমিক ৮৭ পয়েন্টে গতকাল সূচকের উত্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, দ্য সিটি ব্যাংক লিমিটেড খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের সবচেয়ে বেশি ভূমিকা ছিল

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ২০ দশমিক শূন্য পয়েন্ট বেড়ে হাজার ৫৭১ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫৫১ দশমিক ৮১ পয়েন্টে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৬১৩ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৫৮৩ দশমিক ৯৩ পয়েন্টে গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকা যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডবাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বিডি ফাইন্যান্স লিমিটেডলাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড

অন্যদিকে ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি দর কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের দশমিক ৯২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দশমিক ৮৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের দশমিক ৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের দশমিক ৫৯ শতাংশ, এডিএন টেলিকমের দশমিক ৫৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের দশমিক ৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের দশমিক ২৩ শতাংশ, শেফার্ডের দশমিক ১৬ শতাংশ, ইমাম বাটনের দশমিক শূন্য শতাংশ এবং দুলামিয়া কটনের শেয়ারদর দশমিক ৯৪ শতাংশ

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১১০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৪৬৮ দশমিক ৬৫ পয়েন্টে এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর গতকাল সিএসইতে মোট ৮৪ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪৫২ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ১৯৭ টাকার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন