প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়েছে মেক্সিকো

বণিক বার্তা ডেস্ক

মেক্সিকোর প্রাকৃতিক গ্যাস উত্তোলন বেড়েছে। জুনে দেশটি দৈনিক ৩৮৭ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে। গত বছরের একই সময় উত্তোলন করা হয়েছিল দৈনিক ৩৫৯ কোটি ঘনফুট। মেক্সিকোর জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল হাইড্রোকার্বন কমিশন তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, মে মাসের তুলনায়ও উত্তোলন বেড়েছে। ওই মাসে দেশটি দৈনিক ৩৮৪ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছিল। মোট উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পেমেক্স সরবরাহ করেছে দিনপ্রতি ৩৬৩ কোটি ঘনফুট। বাকি ২০ কোটি ৫০ লাখ ঘনফুট সরবরাহ করেছে বেসরকারি উত্তোলন কোম্পানিগুলো।

এদিকে উত্তোলন স্বল্প মাত্রায় বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি রেকর্ড সর্বোচ্চ বাড়িয়েছে মেক্সিকো। পেমেক্স জানায়, চলতি বছর প্রতিষ্ঠানটি সব মিলিয়ে দৈনিক ৪১৯ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবে। গত বছর উত্তোলন করা হয়েছিল ৩৬৪ কোটি ঘনফুট। আগামী বছর পেমেক্স দৈনিক ৪৩৯ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রাক্কলন করেছে।

২০২৩ সালে উত্তোলন কমে ৪১০ কোটি ঘনফুটে নেমে আসবে। ২০২৪ সালে উত্তোলন আরো কমে ৩৯৪ কোটি ঘনফুটে দাঁড়াবে।

এদিকে চলতি বছর দৈনিক ১৯ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের প্রাক্কলন করেছে পেমেক্স। ২০২২ সালে উত্তোলন বেড়ে দৈনিক ২০ লাখ ব্যারেলে উন্নীত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন