এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন আজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ। সম্প্রতি বিওটির বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর আগেও তিন মেয়াদে এনএসইউ বিওটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্ব গ্রহণের বিষয়ে আজিম উদ্দিন বণিক বার্তাকে বলেনকরোনার মতো সংকটকালেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় খুব সুচারুভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের প্রায় শতভাগই অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম গতিশীল রাখতে শিক্ষক-কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সামনের দিনগুলোয়ও একইভাবে কাজ করার বিষয়ে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের সবার প্রচেষ্টায় নর্থ সাউথ আরো অনেকদূর এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।

আজিম উদ্দিন আহমেদ মিউচুয়াল গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। বেসরকারি ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সাবেক চেয়ারম্যান। এর আগে বেশ কয়েকবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ ইনডেন্টিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকারসসহ (বিএবি) বিভিন্ন বাণিজ্য সংস্থার কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ কনজিউমার প্রডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন