এশিয়ায় কফির বাজার হারাচ্ছে ভিয়েতনাম

বণিক বার্তা ডেস্ক

কফি বিন সংকটের কারণে ভিয়েতনামের কফি বাজারে ব্যবসাকেন্দ্রিক এক প্রকার স্থবিরতা নেমে এসেছে অন্যদিকে চলতি সপ্তাহেও ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ কফি বাজারে স্থিতিশীল রয়েছে কফির দাম পাশাপাশি নিজেদের সরবরাহও বাড়িয়েছে ইন্দোনেশিয়া গতকাল এমনটা জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খবর রয়টার্স

ভিয়েতনামের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা জানান, প্রতি কেজি কফি তারা বিক্রি করছেন ৩৩ হাজার ৫০০ থেকে ৩৫ হাজার ডংয়ে ( ডলার ৫৩ সেন্ট থেকে ডলার ৪৬ সেন্ট) গত সপ্তাহে প্রতি কেজি কফির দাম ছিল ৩৪ হাজার ২০০ থেকে ৩৫ হাজার ৩০০ ডং

সেন্ট্রাল হাইল্যান্ডসভিত্তিক এক ব্যবসায়ী জানান, বর্তমানে বলতে গেলে কোনো কফিই বিক্রির জন্য অবশিষ্ট নেই ফলে ক্রেতাদের কাছে সময়মতো কফি সরবরাহের জন্য রফতানি চুক্তিপত্র স্বাক্ষর করা আসলেই কঠিন হয়ে পড়েছে ভিয়েতনামের ব্যবসায়ীরা সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে শতাংশ কালো এবং ব্রোকেন গ্রেড- রোবাস্তা কফি প্রতি টনে ২০-৩০ ডলার ছাড়ে বিক্রি করছে গত সপ্তাহে ছাড়ের পরিমাণ ছিল টনপ্রতি ৪০ ডলার

অন্যদিকে ইন্দোনেশিয়ার লাম্পাং প্রদেশে চলতি সপ্তাহে সুমাত্রা রোবাস্তা কফি বিন সরবরাহ বেড়েছে প্রচুর পরিমাণে তবে ব্যবসায়ীদের প্রতিযোগিতার কারণে এখনো দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন