জাপানের রাবারের দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

পরপর তিনদিন ধরে বেড়েছে জাপানের রাবারের দাম। গত শুক্রবারে প্রথম দাম বাড়ার পর গত দুদিনও রাবারের দাম বাড়তে দেখা গেছে। বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীনে শিল্পপণ্যটির ব্যবহার বাড়ায় রাবারের দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে সর্বশেষ রাবারের দাম দশমিক শতাংশ বেড়েছে। কেজিপ্রতি দশমিক ইয়েন বেড়ে পণ্যটির সেপ্টেম্বরে ভবিষ্যৎ সরবরাহমূল্য দাঁড়িয়েছে ২৩৭ দশমিক ইয়েন।

বৈশ্বিক মহামারীর স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্প্রতি শিল্প-কারখানাগুলোতে উৎপাদনের গতিকে ত্বরান্বিত করেছে চীন। তারই অংশ হিসেবে টায়ার, সিল অন্যান্য পণ্য উৎপাদনে চীনে রাবার ব্যবহার বেড়েছে। এর ধারাবাহিকতায় বেড়েছে প্রাকৃতিক পণ্যটির দামও।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি অনেকটা বেড়েছে। গত বছরের তুলনায় সম্প্রতি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৮ দশমিক শতাংশ বাড়ার রেকর্ড হয়। এদিকে সাংহাই ফিউচারে রাবারের আগামী সেপ্টেম্বরে ভবিষ্যৎ সরবরাহমূল্য বেড়েছে দশমিক শতাংশ। টনপ্রতি পণ্যটির দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৫ ইয়েনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন