ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করল পেপাল

বণিক বার্তা ডেস্ক

অনলাইন মার্চেন্টদের অর্থ পরিশোধ করার ক্ষেত্রে এখন থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল। তবে সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই পেয়ে থাকবেন বলেও জানানো হয়।  খবর রয়টার্স।

কোম্পানিটি জানায়, যেসব ব্যবহারকারী তাদের পেপাল ওয়ালেটে বিটকয়েন, বিটকয়েন ক্যাশ লাইটকয়েন সংযুক্ত করেছেন, তারা এগুলোকে প্রচলিত মুদ্রায় পরিবর্তন করে কেনাকাটার অর্থ পরিশোধ করতে পারবেন।  সামনের মাসগুলোতে পেপালে সংযুক্ত কোটি ৯০ লাখ মার্চেন্ট সেবার আওতাভুক্ত হবেন বলেও জানায় কোম্পানিটি।

পেপালের প্রেসিডেন্ট সিইও ড্যান শুলম্যান বলেনপ্রথমবারের মতো আপনি আপনার পেপাল ওয়ালেটে সংযুক্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতো আপনার ক্রিপ্টোকারেন্সিও নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাবেন।

কিছুদিন আগে ইলেকট্রনিক কার জায়ান্ট টেসলা তাদের গাড়ি বিটকয়েনের মাধ্যমে ক্রয় করা যাবে বলে ঘোষণা দিয়েছিল। পেপাল জানায়, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনে পেপাল ব্যবহারকারীদের থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ কাটবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন