পিরোজপুরে ১৬৩ বস্তা সরকারি চাল জব্দ

বণিক বার্তা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বন্দর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক দোকান থেকে ১৬৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব চালের বস্তা জব্দ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেয়াঘাট সড়কে থাকা মায়ের দোয়া এন্টারপ্রাইজে দরিদ্রদের জন্য শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান সংবলিত ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্র্যান্ড নামের মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ৫০ কেজির বস্তায় ভরা হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ৩৩ বস্তাসহ মোট ১৬৩ বস্তা চাল জব্দ করে।

স্থানীয় এক সূত্র জানায়, মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা, উপজেলার টিআর, কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে ক্রয় করে এবং কিছু মিনিকেট চাল ওই চালের সঙ্গে মিশিয়ে নুরজাহান ব্র্যান্ড নামে বস্তাজাত বিক্রি করে আসছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন