জোরপূর্বক শ্রমের শিকার ১০ জনের ৯ জনই বেসরকারি খাতে

এক দশকে জোরপূর্বক শ্রম বেড়েছে তিন গুণ

নিজস্ব প্রতিবেদক

ছবি: আইএলও

জোরপূর্বক শ্রমকে সাধারণত মৌলিক মানবাধিকারের নৃশংস অপব্যবহার হিসেবে অভিহিত করা হয় এটি একটি অর্থনৈতিক সমস্যা হিসেবে খুব কমই বিবেচনা করা হয়, যেটি অপরাধকে উসকে দেয়, দারিদ্র্যকে স্থায়ী করতে সাহায্য করে এবং বৈধ ব্যবসারও ক্ষতি করে

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি নতুন প্রতিবেদন জোরপূর্বক শ্রমের দিকটি উঠে এসেছেমুনাফা এবং দারিদ্র্য: জোরপূর্বক শ্রমের অর্থনীতিশীর্ষক প্রতিবেদন জোরপূর্বক শ্রম দ্বারা বেসরকারি খাতে বেশি মুনাফা আসে বলে উল্লেখ করা হয় অবৈধ মুনাফার পরিমাণ ২৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গত এক দশকে এক-তৃতীয়াংশেরও বেশি (৩৭ শতাংশ) বেড়েছে জোরপূর্বক শ্রমের শিকার ১০ জনের নয়জনই বেসরকারি খাতে এটি বলপূর্বক শ্রমের শিকারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মালিকদের শোষণ দ্বারা উৎপন্ন ক্রমবর্ধমান মুনাফার ফল প্রায় ২৮ মিলিয়ন মানুষ কোনো না কোনো সময় জোরপূর্বক শ্রমের শিকার হয়েছে বলে ওই প্রতিবেদনে অনুমান করা হয়েছে

মঙ্গলবার (৩০ এপ্রিল) আইএলওর ওয়েবসাইটেজোরপূর্বক শ্রম থেকে টাকা কামাচ্ছে কারা?’ শিরোনামে এক পডকাস্ট প্রকাশিত হয় আইএলওর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বিভাগের গবেষণা ইউনিটের প্রধান মাইকেল ডি কক এবং আইএলওতে ফরাসি সরকারের প্রতিনিধি আনুশেহ কারভার জোরপূর্বক শ্রম নামক অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার ব্যবসায়ীদের পক্ষ থেকে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করতে এক পডকাস্টে যোগ দেন পডকাস্টে এসব বিষয় উঠে আসে

মাইকেল ডি কক বলেন, ‘‌গার্মেন্টস খাত, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, হোলসেল, ফুড সার্ভিস, ট্রান্সপোর্টেশন কৃষির খাতের মধ্যে ফিশিং—এ সেক্টরগুলোয় শ্রমিকরা সবচেয়ে বেশি বলপূর্বক শ্রমের শিকার অভিবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি জোরপূর্বক শ্রমের শিকার ইউরোপ মধ্য এশিয়ায় এবং আরব রাষ্ট্রগুলো জোরপূর্বক শ্রমের মাধ্যমে বেশি মুনাফা করে

তিনি আরো বলেন, ‘‌বলপূর্বক বা জোরপূর্বক শ্রমের ফলে শ্রমিকরা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হন তারা আর্থিক ক্ষতির শিকার হন এবং এসব সমস্যা সমাধানে তারা কারো সঙ্গে যোগাযোগও করতে পারেন না

আইএলওতে ফরাসি সরকারের প্রতিনিধি আনুশেহ কারভার বলেন, ‘‌জোরপূর্বক শ্রম অর্থনৈতিক প্ররোচণার মধ্যে সম্পর্ক বুঝতে হবে প্রথমত, এটি একটি ব্যবসায়িক বিষয় জোরপূর্বক শ্রমের শিকার ১০ জনের মধ্যে নয়জনই বেসরকারি খাতে এটি ব্যবসায়ের মধ্যে করপোরেট, পাবলিক সেক্টর সরকারের সমন্বিত দায়িত্ব প্রথমত, সরকারকেই বলতে হবে জোরপূর্বক শ্রম একটি অপরাধ এবং এজন্য আইনের আওতায় এনে শাস্তিরও ব্যবস্থা করতে হবে

ফ্রান্সের উদাহরণ দিয়ে আনুশেহ বলেন, ‘‌২০২২ সালে আমরা এক হাজারের বেশি অপরাধীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছি এর মধ্যে ৬৭৩ জনের কারাদণ্ড হয়েছে গড়ে ২৬ মাস তবে আমাদের এখনই প্রতিকার সম্পর্কে চিন্তা করা উচিত কারণ এটি একটি অপরাধ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন