রাজস্ব আয় দ্বিগুণে পৌঁছানোর লক্ষ্য টুইটারের

বণিক বার্তা ডেস্ক

টানা কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে টুইটার। ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে কার্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে নতুন ফিচার সংযুক্তির মাধ্যমে আগামী ২০২৩ সাল নাগাদ বার্ষিক রাজস্ব এখনকার তুলনায় দ্বিগুণে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টুইটার। খবর রয়টার্স।

টুইটারের কার্যক্রম ঢেলে সাজানোর ঘোষণায় প্রতিষ্ঠানটির শেয়ারদর দশমিক শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়াল ইনভেস্টর ডে প্রেজেন্টেশনে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি বলেন, আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে এখন পর্যন্ত যে তিনটি সমালোচনা এসেছে, সেগুলো হলো আমরা ধীর গতিসম্পন্ন, আমাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা নেই এবং শেষ সমালোচনাটি হলো আমরা বিশ্বস্ত নই। সময় উদ্যোক্তাদের উদ্দেশে জ্যাক ডরসি বলেন, যে কারণে লোকেরা আমাদের ওপর আস্থা রাখতে পারে না, সে কাজটি বন্ধ করার উদ্যোগ আমরা কেন নেব না?

টুইটারের পরিকল্পনা অনুযায়ী, প্লাটফর্মে নতুন সংযোজিত সুপার ফলো ফিচারের টিপিং এবং পেইড সাবস্ক্রিপশন মাধ্যমে বছরে অন্তত ৭৫০ কোটি ডলার রাজস্ব আয় করবে তারা। প্রতিদিন গড়ে ৩১ কোটি ৫০ লাখ মনিটাইজেবল সক্রিয় গ্রাহককে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আগামী তিন বছরে লক্ষ্যমাত্রা পূরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন