আফ্রিকার স্মার্টফোন বাজারে শীর্ষে ট্রানশান

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হলেও স্থানীয় বাজারে কোনো উপস্থিতি নেই। অথচ সুদূর আফ্রিকায় ক্রমে আধিপত্য বিস্তার করছে প্রতিষ্ঠানটি। পশ্চিমা বিশ্বের কাছে একেবারেই অপরিচিত স্মার্টফোন ব্র্যান্ডটি হলো ট্রানশান হোল্ডিংস, যা ১২০ কোটির বেশি জনসংখ্যার আফ্রিকা মহাদেশে স্যামসাং, হুয়াওয়ে অ্যাপলের মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করে চলেছে। আফ্রিকায় নিজেদের মোট তিনটি ব্র্যান্ডের আওতায় ডিভাইস বাজারজাত করছে ট্রানশান। এগুলো হলো টেকনো, আইটেল ইনফিনিক্স। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আফ্রিকার স্মার্টফোন বাজারের ৪২ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ট্রানশান। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম লিড।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আফ্রিকার বাজারে স্মার্টফোন সরবরাহ কোটি ২৯ লাখ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১৪ দশমিক শতাংশ বেশি। আফ্রিকা মহাদেশে স্মার্টফোন সরবরাহ বিবেচনায় শীর্ষে রয়েছে ট্রানশান। এর পরই রয়েছে যথাক্রমে স্যামসাং, হুয়াওয়ে, শাওমি অপোর মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো।

আফ্রিকায় চলতি বছরের প্রথম দ্বিতীয় প্রান্তিকে কভিড-১৯ বৈশ্বিক মহামারী তীব্র আকার ধারণ করেছিল। ভয়াবহ মহামারীর বিস্তার ঠেকাতে ঘোষিত লকডাউনে আফ্রিকার স্মার্টফোন বাজারে স্থবিরতা নেমে এসেছিল। তবে সংক্রমণ কমতে শুরু করায় তৃতীয় প্রান্তিকে আফ্রিকার স্মার্টফোন বাজারে চাঙ্গা ভাব দেখা যায়। পাশাপাশি ডিভাইস ব্র্যান্ডগুলোর ব্যবসা কৌশলে পরিবর্তন আনায় মহাদেশটিতে স্মার্টফোন সরবরাহে প্রবৃদ্ধির দেখা মেলে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডিভাইস নির্মাতা আফ্রিকার বাজারে এন্ট্রি-লেভেলের ফ্ল্যাগশিপ ডিভাইস সরবরাহ জোরদার করে, যা বিক্রি ভলিউম বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আফ্রিকায় এককভাবে স্মার্টফোন সরবরাহ বাড়লেও সামগ্রিকভাবে মোবাইল ফোন সরবরাহ কমেছে শতাংশ। এছাড়া একই প্রান্তিকে বাজারটিতে ফিচার ফোন সরবরাহ ১১ দশমিক শতাংশ কমে কোটি ৯৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। আফ্রিকার বৃহৎ দুই স্মার্টফোন বাজার হলো নাইজেরিয়া মিসর। উভয় বাজার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধির মুখ দেখেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশে গত প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ কমতে দেখা গেছে।

আফ্রিকার স্মার্টফোন বাজারে দ্বিতীয় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে স্যামসাং হুয়াওয়ে। অঞ্চলটিতে দুই ব্র্যান্ডের বাজার দখল পৌঁছেছে যথাক্রমে ১৯ দশমিক এবং দশমিক শতাংশ।

শুধু আফ্রিকায় নয়; ভারত, রাশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো দেশসহ ক্রমবর্ধমান বাজারগুলোতে কার্যক্রম শুরু করেছে ট্রানশান। গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কয়েকটি ব্র্যান্ডে ডিভাইস সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্যে টেকনো আইটেল অন্যতম। লাগোস, নাইরোবি আদ্দিস আবাবার মতো শহরগুলোয় ট্রানশানের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড টেকনোর ফোন বিক্রি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, চীনে ব্র্যান্ডটির কোনো কার্যক্রম নেই। যেখানে চীনের অন্যান্য ব্র্যান্ডের মধ্যে হুয়াওয়ে, শাওমি প্রথমে তাদের নিজ দেশের বাজারে প্রভাব তৈরির পর অন্যান্য দেশে কার্যক্রম সম্প্রসারণে সফলতা পেয়েছে। অথচ নিজ দেশেই অচেনা ট্রানশান সেখানে সম্পূর্ণ আলাদা কৌশল অবলম্বন করে পেয়েছে সাফল্য।

চীনের দক্ষিণাঞ্চলের মেগাসিটি শেনঝেনে ট্রানশানের বৃহত্তর সদর দপ্তর অবস্থিত। তবে খুব জলদি তাদের নিজ দেশে ব্যবসা প্রসারের তেমন কোনো পরিকল্পনা নেই।

ট্রানশানের দাবি, তাদের ডিভাইসের ক্যামেরা এমনভাবে অপ্টিমাইজ করা, যাতে ছবি তোলার সময় মুখাবয়বে বেশি আলো ধারণ করতে পারে এবং ছবিটির সৌন্দর্য ফুটিয়ে তোলে। ডিভাইসগুলোর ক্যামেরার পাশাপাশি অন্যান্য ফিচার আফ্রিকানদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। যে কারণে তারা আফ্রিকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন