চ্যাটবট তৈরিতে ওপেনএআইয়ের সঙ্গে আলোচনায় অ্যাপল

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

আইওএস এইটিনে এআই ফিচার যুক্ত করার পাশাপাশি আলাদা চ্যাটবট তৈরিতে ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। এছাড়া কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে কাজ করছে বলেও প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। মার্ক গুরম্যান জানান, অ্যাপল একটি চ্যাটবট বা সার্চ কম্পোনেন্ট তৈরির বিষয়েও আলোচনা করছে। এছাড়া আইওএস এইটিনে গুগলের জেমিনি এআই ব্যবহারের জন্য গুগলের সঙ্গে আলোচনা করছে বলেও জানা গেছে। এনগ্যাজেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন