মুম্বাইয়ের কাছে ভবন ধসে নিহত ১০

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাণিজ্যিক মুম্বাই শহরের কাছাকাছি ভিয়ান্ডি এলাকার একটি ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে তিনতলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে।

খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেছে। এতে তাদের সঙ্গে যুক্ত হয়েছে দমকল বাহিনী ও পুলিশ। 

ভবন ধসে নিহতের ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কভিন্দ। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার কাজে সহায়তা ও ত্রাণ কার্যক্রম চালনার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইতিমধ্যেই ভেঙে পড়া বাড়িটি থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও আরো ২০-২৫ জন ভেতরে আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের কর্মকর্তারা।

স্থানীয় করপোরেশনের মুখপাত্র গণমাধ্যমে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

এএনআইর খবরে বলা হয়েছে, বহুলতটি ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার থাকতো।

শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধার কার্যক্রম এখনো চলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন